ডিঃব্রাঃ ডেস্কঃ
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের পূর্বপাড়ায় পানিতে ডুবে তাহসিন নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত তাহসিন ওই গ্রামের কৃষক দুলাল মিয়ার ছেলে।
তাহসিনের পিতা দুলাল মিয়া জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল। তার মা তখন রান্না-বান্নায় ব্যস্ত ছিল। কিছুক্ষন পর থেকে তাহসিনকে আর পাওয়া যাচ্ছিলনা। পরে দুপুরে বাড়ির লোকজন বাড়ির পাশের পুকুরে তাহসিনকে ভাসতে দেখে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক এ.বি.এম মোসা চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।