ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত

ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে সবুজ মিয়া (১৮) নামের এক তরুণ নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা মুড়াহাঁটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের রাঁজাখাঁ গ্রামের বুলু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসছিলেন। পথিমধ্যে কালিসীমা এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।