ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘাটুরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐ নারীর নাম-ঠিকানা জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুপুরে ঘাটুরা এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা কুমিল্লা থেকে সিলেটগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারীর মৃত্যু হয়। এসময় আহত হন আরও দুই যাত্রী। তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।