ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির গেট লাগানোর সময় গেটের নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক মোমিন মিয়া(২৫)এর মৃত্য হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার দুপুর ২টার দিকে তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের হাজী আক্তার হোসেনের বাড়ির গেট লাগানোর সময় নির্মাণ শ্রমিক মোমিন মিয়া গেটের নিচে চাপা পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।