আশেক মান্নান হিমেল:
আগামীকাল পহেলা জানুয়ারী সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। তবে এবার করোনা সংকটের কারণে কোন রকম আনুষ্ঠানিকতা থাকছে না। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নুতন বই পৌছে দেয়া হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন ইতিমধ্যে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ৬০ ভাগ এবং প্রাথিমকি শিক্ষার্থীদের জন্য ৮০ ভাগ বই এসেছে। যা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌছে দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী হাসান আকন্দ জানিয়েছেন, করোনার কারণে এবার কোন আনুষ্ঠানিকতা থাকছে না। নির্দিষ্ট সময়ে জেলায় শতভাগ শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দেয়া হবে।….//ডিঃব্রাঃ