ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ইংরেজীর বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুন নূরের প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের ইংরেজী বিভাগে ইংলিশ এলামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক বিভূতিভূষন দেবনাথ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ শাহ আলমের সভাপতিত্বে ও সরকারি আদর্শ কলেজ, সৈয়দাবাদের প্রভাষক এস.আর.এম ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী মহিলা কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু হানিফা, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আব্দুল ওয়াহেদ, হামজা মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ, রামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ ওসমান হারুণ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রয়াসন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল খালেক, প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তারেকুল ইসলাম, ইংরেজী বিভাগের প্রভাষক নাজমুল হাসান সালেহ প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইংলিশ এলামনাই এসোসিয়শেন, ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি জামাল উদ্দিন, মারুফ হাজারী, সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহাদৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও রাকিবা নিপা প্রমুখ।
স্মরণসভায় প্রয়াত আবদুন নূরের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন কলেজের ইংরেজী বিভাগের অতিথি শিক্ষক মোশারফ হোসেন।