আশিক মান্নান হিমেলঃ
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় গঠিত নারী উন্নয়ন ফেডারেশন ও তৃনমূল নারী সংগঠনের উদ্যেগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকালে শহরের গৌকর্ণঘাটে ভিক্টোরিয়া নারী ক্লাব ,প্রত্যাশা নারী সংঘ, অনিবার্ণ নারী সঙ্গ অপরূপা নারী সংঘের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ের কবির।ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সাবেক মহিলা
ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত,৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফেরদৌস মিয়া ,ব্রাহ্মণবাড়িযা পৌরসভার নারী কাউন্সিলর সালমা বেগম , সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যাক্ষ নজরুল ইসলাম শাহজাদা প্রমূখ।এ সময় মেয়র বলেন,এ বছরটা করোনার কারনে আমাদের কাছে ছিল একটি কষ্টের বছর ।সামনের বছর আমরা নতুন উদ্যেমে সবকিছু শুরু করতে চাই ।আমাদের নারীদের উন্নয়নের কথা আমাদের সবসময় বিবেচনায় রাখতে হবে।পৌরসভার উদ্যেগে আমারা নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি প্রশিক্ষনের মাধ্যমে।আমার এ প্রচেষ্ট সবসময় অব্যাহত থাকবে আমি নিজেও একজন নারী হিসাবে সবসময় গর্ববোধ করি ।আমি যদি পুনরায় আবার মেয়র নির্বাচিত হতে পারি তাহলে নারীদের উন্নয়নে আরও বিভিন্ন পদক্ষেপ নিব।নারীদের নিজের পায়ে নিজে দাড়া করানোতে আমার চেষ্টা অব্যাহত থাকবে সবসময়।
//ডিঃব্রাঃ