সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে কামরুজ্জামান মামুন বহিষ্কার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডের জন্য প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই অব্যাহতির কথা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার এই প্রেসবিজ্ঞপ্তি পাঠানো হয়। এ ব্যাপারে কথা বলার জন্য অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনের মোবাইল ফোনে কয়েকবার ফোন দেয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।