ডিঃব্রাঃ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার শ্রীপুর খেকে ৭৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে সোমবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার শ্রীপুর দক্ষিন পাড়ার ফুলবানু বেগম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে এনে বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে ইয়াবা বিক্রি করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাত আট ঘটিকায় শ্রীপুর গ্রামের দক্ষিন পাড়ার ফুলবানু বেগমের বাড়িতে ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের,কোম্পানি স্কোয়াড এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে শ্রীপুর গ্রামের দক্ষিন পাড়ার ফুলবানু বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে।এসময় ফুলবানু বেগমের বসতঘরে তল্লাসী করে ৭৫০পিচ ইয়াবা পায়। এ বিষয়ে বিজনগর থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব।