প্রতিনিধিঃ
নারী উন্নয়নে অসামান্য অবদান রাখায় জয়িতা সম্মাননা পেলেন মোসাম্মৎ জেসমিন আক্তার এবং তার মা নুর নাহার বেগম। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল-মামুন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন।
প্রধান অতিথি বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম এ সম্মাননা পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন দুই জয়িতার হাতে।
এ বছরের জয়িতা হিসেবে সফল নারী নির্বাচিত হয়েছেন সরকারি তিতুমির কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক মোসাম্মৎ জেসমিন আক্তার এবং সফল জননী হিসেবে নির্বাচিত হয়েছেন মোসাম্মৎ জেসমিন আক্তারের মা নূর নাহার বেগম।
জয়িতা পুরুষ্কার পেয়ে জেসমিন আক্তার বলেন, আমি আজ অনেক খুশি। কেননা আমাকে এবং আমার মাকে জয়িতা পুরুষ্কারে ভূষিত করেছে। এ জন্য আমি বাঞ্ছারামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা আপাকে ধন্যবাদ জানাই।
ডিঃব্রাঃ