চাঁদপুরসহ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাসহ বিভিন্ন এলাকায় সামপ্রতিক বন্যায় প্লাবিত হওয়া মানুষের পাশে গত ২৩ আগষ্ট হতে সহায়তা নিয়ে দাঁড়িয়েছে চাঁদপুর নৌ পুলিশ। বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের জন্য চাঁদপুর নৌ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বন্যার ফলে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে। ইতোমধ্যে চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে এসব এলাকায় শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়া, বন্যাকবলিত মানুষদের দ্রুত উদ্ধার ও সহায়তা দিতে প্রতিটি থানা ও ফাঁড়িতে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম।
কুমিল্লার বুড়িচংয়ের বন্যা পরিস্থিতির সার্বিক তদারকির জন্য একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে গঠন করা হয়েছে ১৫ সদস্য বিশিষ্ট “বন্যা মনিটরিং সেল”। চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরু জ্জামান পিপিএম বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং বানভাসি মানুষের সার্বিক খোঁজখবর নিয়েছেন। তিনি ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এসময় চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ সহ নৌ পুলিশের কর্মকতাগন উপস্থিত ছিলেন।
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে চাঁদপুর নৌ পুলিশের সদস্যরা। তাদের এ উদ্যোগে স্থানীয় জনগণ বেশ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।