বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,আমার রাজনীতির মূল শক্তি গণমানুষের ভালোবাসা। ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতি করতে এসে আমি বারবার এখানকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। আবারো ৭ জানুয়ারির নির্বাচনে আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভালোবাসায় এগিয়ে থেকে উন্নয়ন কর্মসূচী অব্যাহত রাখতে চাই। যতোদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণ ও উন্নয়ন করে যাবো। তিনি আজ শুক্রবার বিকালে শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন,আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আধুনিক ও উন্নত পৌরসভা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে বর্জ্যমুক্ত করে একটা পরিচ্ছন্ন পৌরসভা হিসাবে দেশে পরিচিত করতে চাই। এসময় অন্যান্যের মাঝে উপসি’ত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
News Title :
‘পৌর কাউন্সিলরদের সাথে মতবিনিময়’ মোকতাদির চৌধুরী এমপি’র
- Reporter Name
- Update Time : 06:27:15 pm, Friday, 22 December 2023
- 62 Time View
Tag :
জনপ্রিয় খবর