ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ শতক খাস জমি উদ্ধার হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উদ্ধার করা জমির বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এ সময় ভ্রাম্যমাণ আদালত সোলেমান মিয়া ও রমজান মিয়া নামে দুই ব্যক্তিকে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে আটক করলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, নাসিরনগর মৌজার কামারগাঁও গ্রামের ৪৯ দাগ ও ৭৯৪ দাগের ৮৬ শতক জায়গা সরকারের এক নম্বর খাস খতিয়ানভুক্ত নাল ভূমি। দীর্ঘদিন ধরে মফিলন বেগম নামে একজন সরকারি এ জায়গা জোরপূর্বক দখল করে রাখেন। এ ছাড়াও একই দাগের চলাচলের রাস্তা বেচু মিয়া নামে অপর এক ব্যক্তি দখল করে রাখেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি ভূমি উদ্ধার করা হয়।