নারীপক্ষ ও দুর্বার নেটওয়ার্ক এর সদস্য প্রতিষ্ঠান মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি’র আয়োজনে নারী ও যুব অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় সেবা প্রদানকারীদের সাথে বুধবার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এআরডি’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় নারীপক্ষ থেকে ফরিদা ইয়াসমিন, সদস্য নারীপক্ষ এবং ফেরদৌসী আক্তার, ব্যবস্থাপক, এডভোকেসি নারী ও যুব অধিকার অর্জনে নারী ও যুব অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি প্রকল্প এবং সদস্য নারীপক্ষ সভায় সহিংসতার শিকার নারীর সেবা প্রদানে প্রতিষ্ঠান সমূহের বিদ্যমান সেবা সমূহ, সেবা প্রদানে করনীয়, সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।
সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নূরুল মাহমুদ ভূঁইয়া, ইউনুছ আলী,প্রোগ্রাম অফিস ওসিসি, জেলা পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক মোঃ আরজু মিয়া, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়়ার নির্বাহী পরিচালক এসএম শাহীন ,বিভাস কিশোর দাশ, জেলা সমন্বয়ক ব্রাক, মোঃ আশিকুর রহমান ভূঁইয়া, নির্বাহী পরিচালক র্যাপ সহ সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধিগন ও, এআরডির তরুণ নারী দলের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।