নবীনগরে মরহুম জহিরুল হক খসরুমাস্টার চ্যারিটেবল ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান

0
155

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে আলিম পরীক্ষা-২০২১ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্তদের মাঝে মেধা বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজ শনিবার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়েদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠানে মাদ্রাসার ৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ হামদ-নাত প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়ায় (জেলা পর্যায়) প্রথম স্থান অর্জনকারী তন্নি আক্তার (নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়) কেও মেধাবৃত্তি দেওয়া হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান মোঃ রিফাতুল হক। ট্রাস্টের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের। মাদ্রাসার পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, ট্রাস্টের পক্ষে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল হোসেন পান্না। এসময় উপস্থিত ছিলেন, সিটিভির সিইও রবিন সাইফ, ট্রাস্টের সহসভাপতি শফিউল্লাহ অপন, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ আল মামুন রানা, সদস্য- এম এ হালিম জনি, সাংবাদিক দেলোয়ার হোসেন ও এস এ রুবেলসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও জনপ্রতি এককালীন দুই হাজার টাকা প্রদান করা হয়। মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান রিফাতুল হক জানান, মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করার জন্য ট্রাস্টের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here