ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার এলাকায় আজ সোমবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ৩ শতাধিক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনা করে সড়ক ও জনপদ বিভাগের জমি ও খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীমহল নবীনগর থেকে কোম্পানিগঞ্জ চলাচলের রাস্তার উভয়পাশের জায়গাগুলো দখলে রেখেছিল। উচ্ছেদের সময় ২০০ শতাধিক টিনের দোকান ও শতাধিক একতলা, দুইতলা বিশিষ্ট মার্কেট উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, নবীনগর তানভীর ফরহাদ শামীম ও সহকারী কমিশনার (ভূমি) মো: আবু মুছা। এসময় সড়ক ও জনপদ বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগ।