মোহাম্মদ মাসুদঃসরাইলঃ
দ্বিতীয়বার সরাইল দেওড়া আদর্শ উচ বিদ্যালইয়ের এডহক কমিটির চেয়ারম্যান হলেন মোহাম্মদ মাহবুব খান বাবুল। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা-এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০১৬ খ্রিষ্টাব্দের ১৭ ফেব্রুয়ারি মাহবুব খান প্রথমবার ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছিলেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্ত্রে জানায়, বোর্ড কর্তৃক মনোনিত এডহক কমিটির চেয়ারম্যান মাহবুব খান সরাইল মহিলা কলেজের প্রভাষক, দ্বিতীয়বারের মত সরাইল প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন মিতালী সমাজ কল্যাণ সমিতির দীর্ঘদিনের সভাপতি। ২০১৬ খ্রিষ্টাব্দে মাত্র ছয় মাস তিনি বিদ্যালয়ের এক পাশর নিরাপত্তা দওয়াল, ৩ লক্ষাধিক টাকা মূল্যের সৌর বিদ্যুৎ, প্রত্যক কক্ষে সাউন্ড সিস্টেম, ১৫-২০ সেট বেঞ্চ, ক্রিকেট খেলার সামগ্রি, সিলিং ফ্যান সহ ৬ লক্ষাধিক টাকার কাজ করেছিলেন।
এসব কাজ করতে বিদ্যালয়ের তহবিল থেকে একটি টাকাও খরচ করেননি তিনি। মাহবুব খানকে অভিন্দন জানিয়েছেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভাকট জিয়াউল হক মৃধা, উপজলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ সাংবাদিক মাহাম্মদ বদর উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মা. আইয়ুব খান, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জবার, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন ও মিতালী সমাজ কল্যাণ সমিতির সম্পাদক মো. আরিফুর রহমান বুলবুল।