সংবাদ শিরোনাম ::
তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
জন্মভিটায় নানা কর্মসূচীতে স্মরণ করা হয়েছে অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণকে। অমর কথাশিল্পী তিতাসপাড়ের শ্রেষ্ঠতম সন্তান অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উদযাপন উপলক্ষে তাঁর জন্মভিটায় নানা কর্মসূচী পালন করেছে তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ। ১ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটে প্রধান সড়ক থেকে অদ্বৈত জন্মভিটায় সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা,আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা ও শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি এস সি তাপসী রায়ের সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন,সাংগঠনিক সম্পাদক ফারদিয়া আশরাফি নাওমী, কার্যকরী সদস্য আনিসুর রহমান, সাইফুল ইসলাম,মোজাম্মেল হোসেন ও প্রিয়ন্তি।