বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর কর্তৃক আয়োজিত শ্রেষ্ঠ সেচ্ছাসেবক সম্মাননা পুরষ্কার পেয়েছেন আফরিন ফাতেমা জুই। তিনি গত… তারিখ রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে এই সম্মানে ভূষিত হন।
তিনি যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটে বিভাগীয় প্রধান ক্রিয়া ও সংষ্কৃতি বিভাগের দায়িত্ব পালন করছেন। সম্মননা প্রাপ্তি উপলক্ষে আফরিন ফাতেমা জুই …বুধবার সকালে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে দেখা করে ফুলেলশুভেচছা জানান এবং দোয়া কামনা করেন।
এ সময় সংসদ সদস্য মোকতাদির চৌধুরী আফরীন ফাতেমা জুইর উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। সাক্ষাৎ শেষে আফরীন ফাতেমা জুই বলেন, একটি মানবসেবামূলক প্রতিষ্ঠানের স্বেচ্ছাসবক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সকল কর্মকর্তা কর্মচারি ও স্বেচ্ছাসেবক ভাই বোনদের যাদের অক্লান্ত পরিশ্রমও ত্যাগের ফলে আমার সম্নাননা পেয়েছি। এই সম্মননা আগামী দিনগুলোতে আমাকে আরো ভালভাবে কাজ করতে অনুপাণিত করবে।…প্রেস বিজ্ঞপ্তি