ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের শীর্ষ একটি জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পালের বাবুর ওপর হামলা হয়েছে। এ ঘটনায় মহিউদ্দিন মিশু নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের শূন্যরেখায় এ মারধরের ঘটনা ঘটে।
বিশ্বজিৎ পাল আখাউড়া উপজেলার রাধানগরের বাসিন্দা ও দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। গ্রেপ্তার মহিউদ্দিন মিশু যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের আখাউড়া উপজেলা প্রতিনিধি। তিনি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারসংলগ্ন সাহেবনগরের বাসিন্দা।
হামলার পর বিশ্বজিৎ পালকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর থুতনির নিচে দুটি সেলাই লেগেছে। পরে তিনি বাদী হয়ে মহিউদ্দিন মিশুকে আসামি করে রোববার বিকেল পাঁচটায় আখাউড়া থানায় একটি মামলা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে পেশাগত কাজে আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখায় যান সাংবাদিক বিশ্বজিৎ পাল। সেখানে আগে থেকে মহিউদ্দিন মিশু উপস্থিত ছিলেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুপুর ১২টার দিকে সীমান্তের শূন্যরেখায় একজনের সঙ্গে কথা বলেন বিশ্বজিৎ। কথা শেষে তিনি আখাউড়া ইমিগ্রেশনের দিকে এগিয়ে হাঁটা শুরু করেন। সে সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে বিশ্বজিতের ওপর হামলা করেন মহিউদ্দিন। পরে স্থানীয় ব্যক্তিরা বিশ্বজিৎকে উদ্ধার করে চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর থুতনিতে দুটি সেলাই লাগে। বিকেলে বিশ্বজিৎ বাদী হয়ে মহিউদ্দিনকে আসামি করে আখাউড়া থানায় একটি মামলা করেন।
মামলায় বিশ্বজিৎ উল্লেখ করেন, আগে থেকেই মহিউদ্দিন মিশুর সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। ঘটনার সময় আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখা এলাকায় বিশ্বজিৎ পালকে দেখতে পেয়ে গালমন্দ করতে থাকেন মহিউদ্দিন মিশু। বিশ্বজিৎ গালমন্দের প্রতিবাদ না করে ঘটনাস্থল ত্যাগ করে হাঁটা শুরু করেন। সে সময় পেছন থেকে মহিউদ্দিন মিশু দৌড়ে এসে বিশ্বজিৎকে কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে মহিউদ্দিন হাতে থাকা ধারালো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করলে বিশ্বজিতের থুতনির নিচে বাঁ পাশে জখম হয়। ঘটনার পরপর আখাউড়া সীমান্তে থাকা দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহিউদ্দিনকে আটক করে আখাউড়া থানায় নিয়ে যান। বিকেলে বিশ্বজিৎ বাদী হয়ে মহিউদ্দিনকে আসামি করে মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আখাউড়া থানার ওসি মো. নূরে আলম বলেন, গ্রেপ্তার মহিউদ্দিনকে আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।