আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা সঞ্জিবন চন্দ্র বর্মন (৩৫) নামে কভিড আক্রান্ত এক যুবক দেশে ফিরেছেন। তাকে জেলা সদর হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। সঞ্জিবনের বাড়ি রংপুরের জগদীশপুর। তার দেহে ওমিক্রন আছে কি না পরীক্ষা করা হবে। আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মো. আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষার কাগজ যাচাই করে কভিড আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, ওই যুবক গত বছরের অক্টোবর মাসে ভারতে যান। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরামুল্লাহ জানান, ভারত ফেরত ওই যুবকের দেহে ওমিক্রন আছে কি না তা পরীক্ষা করা হবে।