ডিঃব্রাঃ ডেস্কঃ
আশুগঞ্জে চরচারতলা ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকারের বিরুদ্ধে উপজেলা এলজিইডি অফিসের কার্য সহকারি শাখাওয়াত হোসেন শামীমকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর দেড়টায়।
জানা যায়, চরচারতলা ইউনিয়ন পরিষদ হতে হাউজিং বাজার পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই কাজ চলছে। উক্ত কাজ পরিদর্শন করতে যান শাখাওয়াত হোসেন শামীম। গিয়ে দেখেন ঠিকাদারের কাছে চরচারতলা ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ নিয়ে চেয়ারম্যানের সাথে ঠিকাদারের সাথে বাক বিতন্ডা হচ্ছে। এর প্রতিবাদ করে কাজ চালিয়ে যাওয়ার কথা বললে জিয়াউদ্দিন খন্দকার ক্ষিপ্ত হয়ে শাখাওয়াত হোসেন শামীমের উপর চড়াও হয়ে উঠেন। এক পর্যায়ে এলোপাথারি মারধর শুরু করেন। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলাও হুমকি দেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।