আপন চাচাত বোনকে উত্যক্ত করায় ভাতিজাকে হত্যা করলো চাচা

ডিঃব্রাঃ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শঙ্করদাহ গ্রামে চাচাত বোনকে প্রেমের প্রস্তাব দেওয়ায় শান্ত(২০)নামে আপন ভাতিজাকে খুন করল চাচা। শুক্রবার (৩০ অষ্টোবর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শান্ত ওই এলাকার মাহফুজ মিয়ার ছেলে। এই ঘটনায় চাচা আক্কাস মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আক্কাস মিয়া দীর্ঘ ২৬ বছর সৌদি আরবে প্রবাসী ছিলেন। সৌদি আরবে অবস্থা খারাপ থাকায় আড়াই বছর আগে দেশে ফিরেছেন। গত এক বছর যাবত আক্কাস মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে ফাহিমাকে প্রেমের প্রস্তাব সহ নানান ভাবে উত্যক্ত করতো তারই আপন বড় ভাইয়ের ছেলে শান্ত।
তারা একই বাড়িতে বসবাস করেন ও আক্কাসের মেয়ে ফাহিমা ৯ম শ্রেণীতে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করেন। ফাহিমাকে শান্ত উত্যক্ত করার বিষয়ে পরিবার ছাড়াও এলাকার শালিসকারকদের জানিয়েছিলেন আক্কাস। কিন্তু তাতেও কাজ হয়নি।