ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এক দফা( জাতীয় করণ করা) দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ আগস্ট ২৪ইং সকাল ১০ টায় পৌর মুক্ত মঞ্চ হতে জেলা আনসার কমান্ড্যান্ট অফিস(পৈরতলা রেল গেট) পর্যন্ত এক দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, এতে প্রায় ১৭০ জন সাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিল । উক্ত বিক্ষোভ মিছিলে জেলার প্রতিটি উপজেলা হতে সাধারণ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের চাকরি জাতীয়করণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে বলে জানান। বিক্ষোভ মিছিল চলাকালীন আর নয় চুক্তি এবার চাই মুক্তি, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই বলে স্লোগান প্রদান করেন। এছাড়াও দাবি আদায় আন্দোলন সমর্থন ও এক দফা দাবি আদায় আন্দোলনে সুপারিশ করতে জেলা কমান্ড্যান্ট বরাবর সাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীরা একটি চিঠি প্রদান করেন। দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে পারে। বিক্ষোভ মিছিলটি জেলা কমান্ড্যান্ট অফিসে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
News Title :
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল
- Reporter Name
- Update Time : 08:43:20 pm, Saturday, 24 August 2024
- 60 Time View
Tag :
জনপ্রিয় খবর