ডিঃব্রাঃ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্ত:নগর গোধূলী ট্রেনে ঢিল ছোড়ার সময় হাতেনাতে আটক হয়েছে দুই যুবক। তারা হলো আখাউড়ার মনিয়ন্দের সুমন মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (২৩), নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২১)। তবে এতে কেউ হতাহত হননি।
আখাউড়ার রেলওয়ে থানার ওসি মো. সাকিউল আজম জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই ওই দুই যুবক ঢিল ছোড়ে। দায়িত্বরত পুলিশ তাদের তাৎক্ষণিকভাবে আটক করে। পরে মামলা দায়ের করে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।
Post Views:
৭৬